মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা এই প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাঙ্গুনিয়া পৌর অডিটরিয়ামে উপজেলা আমীর মওলানা হাসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। বক্তারা বলেন, ৫ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষের মনে চেতনা জাগিয়েছে। এই শতাব্দী, ইসলামী শতাব্দী। আমরা স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছি। কোরানের শাসন যারা চান না তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরানকে আমরা বিশ্বাস করি বলে ইসলাম জাতিবাদ বা হিংসার রাজনীতি করে না। বিএনপি জামায়াত এর উপর ভর করে ক্ষমতায় গিয়েছিল। আমরা দাসত্ব চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান উৎস হচ্ছে আগামী সুষ্ঠু নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সারা দেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করেছে। বড় গলায় বলতেন শেখ হাসিনা পালায় না, আর এখন ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এই নতুন বাংলাদেশের আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
আল্লাহর রোজা, নামাজ ফরজ করেছেন আইনশাসন চালু করতে রাঙ্গুনিয়াকে মডেল উপজেলা উপহার দিতে নতুন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।
মাস্টার মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য আ,জ,ম,ওমর, অর্থনীতিবিদ কাজী ইরফানুল হক, উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী নুরুল আলম। উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ফিরোজ আলম ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াছ কোম্পানি, মাজলিসুল মুফাসসিরীন এর সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন