চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হালিমপুর বাইশ্যার ডেবা এলাকায় দ্বীন ইসলামের আলো ছড়াতে শুভ উদ্বোধন হয়েছে সুন্নী নূরাণী বোর্ড বাংলাদেশ এর পরিচালনাধীন আহমদিয়া হালিমশাহ(রহঃ) সুন্নিয়া মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় মাজার সংলগ্ন মাঠে এ ফিতা কেটে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্নী নূরাণী বোর্ড বাংলাদেশ'র চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ জুবাইর রেজভী। উদ্বোধক ছিলেন রানীরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী।
শিক্ষক মাওলানা রাহাত উল্লাহ আলকাদেরী'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন হাফেজ আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খোকন, সৈয়দ জাবের, সুলতান খান, নাজিম উদ্দিন দুলাল, জয়নাল আবেদিন জনি, মোঃ হোসাইন, ইমরান হাসান, আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আদনান হোসাইন, মাওলানা হারুনুর রশিদ, নুরুল বশর বাহাদুর, মাওলানা আনোয়ার হোসাইন, ইলিয়াছ চৌধুরী, জসিম উদ্দিন লিটন, মাওলানা সাইদুল হক, মাওলানা আবদুল খালেক, তাওহিদুল ইসলাম কাদেরী, ছাত্রসেনা সভাপতি জয়নাল আবেদিন, সৈয়দ শহিদুল ইসলাম কাদেরী, মাওলানা জুবাইর, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবদুর রশিদ, মাওলানা ইয়াছিন আরাফাত, মাওলানা আবু তৈয়ব, ওবায়দুল হক, জমির উদ্দিন, মোঃ জমির উদ্দিন, আহমেদ মোস্তফা নিরু, ইবরাহিম রেজা মামুন, রুহুল আমিন, সৈয়দ সিরাজুল বশর, সাহাব মিয়া, ওয়াকিল আহমদ বাঙ্গাল, জিসান, শিপন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অতিথিরা।
মন্তব্য করুন