ঢাকা , রবিবার, ২০২৫ মে ১৮, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতাকে জামিনে বের করলেন বিএনপি নেতা

অনিরুদ্ধ অপু, (রাঙ্গুনিয়া) চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০২:২০ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাশ উদলবনিয়ার ব্রিজ ঘাটার বাহাদুর নামের এক বিএনপি নেতা জামিনে এনেছেন তিন আওয়ামী লীগ নেতাকে। মোটা অংকের লেনদেনে ওকালতনামায় নিজ ব্র্যান্ডে স্বাক্ষর করেছেন বলেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।

জানা যায়, বাহাদুর বান্দরবান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। গত ২৯ এপ্রিল ২০২৪ ইং তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সেই বাহাদুর বান্দরবান জেলা ও রাঙ্গুনিয়া উপজেলায় এসে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে অভিযুক্ত হন।

বিগত জুলাই-আগস্টের আন্দোলনে তার কোনো ভূমিকা না থাকলেও বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগদের বহাল তবিয়তে থাকবে বলে আশাবাদী ছিলেন। এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বাহাদুর হঠাৎ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদকে ১ নম্বর আসামি করে একটি সাজানো নাটকীয় মামলা দায়ের করেন, যার পেছনে ছিল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্য।

ওই মামলায় ২৭ জনকে মূল আসামি ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে সেই মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার নিশ্চিত করেন।

তবে পরে দেখা গেছে, সেই মামলার তিন আসামিকে বাদী মো. বাহাদুর নিজেই কোর্টে গিয়ে ওকালতনামায় স্বাক্ষর করে জামিনে মুক্ত করার ব্যবস্থা করেন বলে অভিযোগ উঠেছে।
গ্রেফতারকৃত তিন আসামি হলেন—
১. পদুয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউছুফ (৩৬), পিতা মৃত আব্দুর রহমান, পূর্ব খুরুশিয়া ৭ নম্বর ওয়ার্ড।
২. হাজী হাসান আলী (৫৯), পিতা হাজী মনির আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড, জয়নগর।
৩. মোহাম্মদ আকতার হোসেন, কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড।

উল্লেখ্য, এই বাহাদুরের বিরুদ্ধে বান্দরবানের শেষ সীমান্ত ডাকবাংলায় জেলা পরিষদের ইজারাদারকে চাঁদার জন্য হুমকি দেওয়ার অভিযোগে মামলা রয়েছে বলেও জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video