ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় অবৈধ মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১৮, ০৪:৫৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ডেমির ছড়া এলাকায় পাহাড় (টিলা) শ্রেণির ভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে মাটিকাটার যন্ত্র (স্কেভেটর) ফেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video