চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, জুরেরকুল টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবার, যারা দিনমজুর হিসেবে কাজ করেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা হলেন জাহাঙ্গীর (৪৫), সরওয়ার (৩৫) এবং রাশেদ (৩১)।
এ ঘটনায় তাদের নগদ টাকা, স্বর্ণালংকার এবং ঘরের দামি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাশ্ববর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা পাশের আরেকটি ঘরও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করেন। তবে আগুনের তীব্রতার কারণে ৩ পরিবারের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য মুহাম্মদ রাশেদ বলেন, "দুপুর ১২টার দিকে ঘরের ডানদিকে হঠাৎ করেই কারেন্টের তার থেকে আগুন লেগে যায়। আমি আগুন নিবিয়ে কাজে গেলে, আমাকে ফোন করে জানায় ঘরে আবার আগুন লেগেছে। আমি ফিরে এসে দেখি সব কিছু পুড়ে গেছে, আর কিছুই রইল না।"
মন্তব্য করুন