রাঙ্গুনিয়া উপজেলার দুই থানার ওসিকে হঠাৎ রদবদল করা হয়েছে। গত এক মাস ধরে রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার জুড়ে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখল, মারামারি, হামলা ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় ইদানীং আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। যার কারণে হঠাৎ করেই এই বদলির আদেশ বাস্তবায়ন করা হয়।
গতকাল রাতে এ আদেশের সাথে সাথে দুই ওসিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোস্তফা কামাল খান এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।
বদলি করা ওসিরা হচ্ছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার জাহিদুল ইসলাম ও রাঙ্গুনিয়া মডেল থানার সাব্বির মোহাম্মদ সেলিম।
মন্তব্য করুন