ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ার ইকবাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জিসাস

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ০২:২৩ অপরাহ্ন
#

চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ ইকবাল হোসেন।

গত ৫ই ফেব্রুয়ারি ২৫ জিসাস চট্টগ্রাম মহানগর শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলবার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম. জাহাঙ্গীর আলম। উক্ত কমিটিতে রাঙ্গুনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় কমিটি। এ কমিটির সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদ।

এছাড়াও, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ ১১ জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর নবী, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম, এইচ এম ইলিয়াছ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভুটু, যুগ্ম সম্পাদক চিত্রগ্রাহক ও পরিচালক মোহাম্মদ ইফতি হোসেন, সিনিয়র সম্মানিত সদস্য শিল্পী রুবেল, সদস্য মোহাম্মদ রবিউল হোসেন, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য শিল্পী কাজল।

রাঙ্গুনিয়ার ইকবাল হোসেন বিএনপি'র একজন ত্যাগী ও নিবেদিত নেতা। তিনি বিএনপি'র রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও, তিনি এলাকায় সমাজসংস্কার ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video