ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ০৮, ০৫:৩৯ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ও লালানগর ইউনিয়নের মধ্যবর্তী মাইজপাড়ায় অবস্থিত রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসায় বই বিতরণ উৎসব এবং মাদ্রাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনোদন কর্ণার ও নতুন হিফজুল কোরআন বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে মাদ্রাসা সংলগ্ন মসজিদ মাঠে আয়োজিত বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা হাফেজ ইসকান্দর হোসাইন আলকাদেরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালক কমিটির সভাপতি বদিউল আলম সওদাগর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, লালানগর ৭নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আল্লামা হাফেজ আলমগীর হোসাইন আলকাদেরী, মাদ্রাসা পরিচালক কমিটির সাংগঠনিক সম্পাদক আমিন শরীফ, সহ-সাধারণ সম্পাদক হাসান সওদাগর, সিনিয়র সদস্য আব্দুস সালাম, উপদেষ্টা গোলাম কাদের, হাসান আহমদ, নুরুন্নবী, মাদ্রাসা প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সালাউদ্দিন, প্রবাসী সদস্য নাছির উদ্দীন সাঈদ, মুহাম্মদ মামুনুর রশিদ, মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাফেজ নুরুল আবছার প্রমুখ।

বই বিতরণ শেষে শিক্ষার্থীদের জন্য বিনোদন কর্ণারের উদ্বোধন করেন অতিথিরা। পরে মাদ্রাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন পবিত্র হিফজুল কোরআন বিভাগ উদ্বোধন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video