ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ০১:২২ অপরাহ্ন
#

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুরাদ চৌধুরী বলেন, "রাঙ্গুনিয়ায় ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও তা জনগণের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে উত্তর রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক ২৫ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতাল হলে জনগণ উপকৃত হবে।" তিনি আরও বলেন, "রাঙ্গুনিয়াকে পরিকল্পিত ইকোনমিক জোনে পরিণত করা যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কাপ্তাই সড়ককে চার লেনে উন্নীতকরণ এবং মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত করলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।"

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ।

উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আবদুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব কাদের, সাবেক বিএনপি নেতা মুহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সবুজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মো. মোরশেদসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী বলেন, "দলের প্রয়োজনে এবং রাঙ্গুনিয়ার জনগণের স্বার্থে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচন করব, না দিলেও যাকে দেবে, তার পক্ষে কাজ করবো।"

তিনি উল্লেখ করেন, ২০১৮ সালেও তিনি মনোনয়ন চেয়েছিলেন এবং দলের দুর্দিনেও দল ছেড়ে যাননি, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন।

সভা শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে একটি টিভি উপহার দেন এস এ মুরাদ চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video