ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ডালাইকুল শাহী দরবার শরিফে ৫৬তম ওরশ অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৩১ অপরাহ্ন
#

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ডালাইকুল শাহী দরবার শরিফে হযরত মাওলানা আবুল খায়ের (রহঃ) ওরফে গদা মোলভীর ৫৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডালাইকুল শাহী দরবার শরিফের ওরশ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালে মাজার শরীফে পবিত্র খতমে কোরআন, জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। দরবার পরিচালনা কমিটির উদ্যোগে শতাধিক গরিব-দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সন্ধ্যায় ডালাইকুল শাহী জামে মসজিদ মাঠে শরিয়তসম্মত আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ উপলক্ষে আশেক-ভক্তদের ঢল নামে দরবার শরিফে।

ওরশ শরীফে উপস্থিত ছিলেন ডালাইকুল শাহী দরবার শরিফের শাহজাদা মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ খায়রুল বশর, মুহাম্মদ নুরুল আবছর, মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিউল বশর, মহিনউদ্দিন, মুহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।

ওরশ পরিচালনা কমিটির মধ্যে ছিলেন লালানগর ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, ডা. কাজী মনছুর আহমদ, শফিউল আলম, মাস্টার আলমগীর, নুরুল হক, শাহাবউদ্দিন, মাস্টার মীর সরওয়ার সানজারী, নুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নুর এরশাদ তৈয়ব, মীর মুহাম্মদ জোবাইদুল ইসলাম রনি, মুহাম্মদ আব্দুল নবী, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আজিম, সুমন, মুহাম্মদ হোসাইন সওদাগর, আমিনুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল সুমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ওরশ শরীফের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সদস্যরা এবং ইমাম হোসাইন (রাঃ) কাফেলার সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video