ঢাকা , রবিবার, ২০২৪ Jun ১৬, ২ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানের পশ্চিম গুজরায় মাওলানা ছৈয়দুল হক প্রকাশ সূফী সাহেব হুজুরের চন্দ্র বার্ষিকী ওরশ অনু্ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ২৩, ০৪:৩৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজান উপজেলায় পশ্চিম গুজরা ইউনিয়নে প্রখ্যাত অলিয়ে কামেল, আশিক্বে রাসূল,ওস্তাদুল ওলামা হযরত শাহসূফী হাকীম ক্বারী মাওলানা ছৈয়দুল হক প্রকাশ সূফী সাহেব হুজুরের চন্দ্র বার্ষিকী ওরশ দরবারে ছৈয়দিয়া মাজার প্রাঙ্গনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ২২ মে বুধবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত  দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন,খতমে গাউছিয়া,নাতে রাসূল, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক পক্ষ উপলক্ষে নাত, ক্বেরাত প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল, কিয়াম, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।

উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীদুল আমিন মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ। উদ্বোধক ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দীন রেজভী।

প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক, সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রজবী।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব শেখ আহমদ।

শাহজাদা আলহাজ্ব আহমুদুল হক, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, ইউপি সদস্য  রিটন দে, শিক্ষানুরাগী মোহাম্মদ নাছির উদ্দীন, সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন,আলহাজ্ব আবু হাসেম, আলহাজ্ব আবু বক্কর সওদাগর, শাহজাদা মুনিরুল হক মুবিন, হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, সমাজসেবক মোহাম্মদ আলী আজগর, সংবাদকর্মী এস এম নুরুল আলম খোকন।

মাহফিলে বিশেষ বক্তা ছিলেন বাঁশখালী গন্ডামারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মমতাজুল হক নঈমী, হাটহাজারী মির্জাপুল মোমেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ ফোরকান কাদেরী । তকরির পেশ করেন

মাওলানা মহিউদ্দিন আহমদ রেজা খান, মাওলানা আবু জাফর মানিকী।  চন্দ্র বার্ষিক উরশে দুর দুরান্ত থেকে শত শত আশেক ভক্তদের সমাগম হয়। উরশ উপলক্ষে মাজার, মাদ্রাসা মসজিদসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।মিয়াদ কিয়াম শেষে তাবরুক বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ২৫ মাঘ মহাসমারোহে হুজুর কেবলা (রহ.) ওরছে পাক ও তাঁর প্রতিষ্ঠিত মাদরাসার সালানা জলসা অনুষ্ঠিত হয়ে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video