ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানের পটিয়া পাড়া গ্রাম থেকে রাতের আঁধারে গৃহস্থের চার লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৪:৪৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের দুটি মহিষ চুরি হয়েছে। 

২৯ মে বুধবার দিবাগত রাতে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পটিয়া পাড়া গ্রামের মজুমদার বাড়িতে এই ঘটনাটি ঘটে।

চুরি হওয়া মহিষগুলো এলাকার আমির হোসেনের মেয়ে তসলিমা আকতারের।

তসলিমা আকতার জানান, অনেক কষ্টে পাঁচটি মহিষকে হৃষ্টপুষ্ট করেছেন। বিভিন্ন জায়গা থেকে মহিষ ক্রয়ের উদ্দেশ্যে অনেক ক্রেতা ছুটে আসেন তার বাড়িতে। সর্বশেষ রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকা থেকে বুধবার বিকেল চারটার দিকে দুইজন ক্রেতা এসে দুটি মহিষ ক্রয় করতে তিনলাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকলেও দামে বনিবনা না হওয়ায় মহিষ না কিনে তারা চলে যায়।

বুধবার রাত দুইটা পর্যন্ত মহিষগুলো দেখাশোনা করে ঘুমিয়ে পড়েন তসলিমা। সকালে মহিষ রাখার স্থানে গিয়ে দেখেন পাঁচটি মহিষের মধ্যে দুটি মহিষ চুরি হয়েছে। পরে পটিয়া পাড়া মাজার রোডে সড়কের দেওয়ালে ঘষা ও সড়কের পাশে বড় গাড়ির চাকার চাপ দেখতে পান। ধারনা করা হচ্ছে,  রাতে চোরেরা মহিষ দুটি চুরি করে পিকআপ অথবা ট্রাকে করে পালিয়ে গেছে।

তসলিমা আকতার বলেন, মহিষ চুরির বিষয়টি  সাংসদ ফজলে করিম চৌধুরীকে জানিয়েছি। পরে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক টুটুন মজুমদার স্পটে যান।  চুরি হওয়া দুইটা মহিষের বর্তমান বাজারমূল্য মূল্য চারলাখ টাকা বলে জানিয়েছেন তসলিমা আকতার ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video