ঢাকা , মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানের উত্তর হিংগলায় এক হাজার গরিব, অসহায় নারী-পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ


প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ০৭, ০৩:৪৮ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামে এক হাজার হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

৭ এপ্রিল রবিবার বেলা ১১ টার সময় এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে ও ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ বাবর এর ব্যবস্থাপনায় এই ঈদ বিতরণ করা হয়।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ আনন্দে সবাইকে সামিল করার লক্ষ্যে এলাকার হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে এই মহতি আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব আশপাশের প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় তাদের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করা।

মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,  অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, আওয়ামী লীগ নেতা মনছুর উদ্দিন,মোহাম্মদ এরশাদ, মাওলানা রুস্তম,  মোহাম্মদ মনু মিয়া, শাহনাজ আক্তার, ব্যবসায়ী ফাহিম, মোহাম্মদ মাহিম, ছাত্র নেতা তৌহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ঈদের নতুন শাড়ি, লুঙ্গি পেয়ে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার হতদরিদ্র হাজারো নারী-পুরুষ।

ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাবর জানান, রাউজানের সাংসদের নির্দেশনায় এলাকার এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিগত বেশ কয়েকবছর ধরে ঈদবস্ত্র বিতরণ করা হয়। 

নতুন কাপড় পেয়ে এলাকার মানুষ খুশি।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video