চট্টগ্রামে রাউজানে ডাবুয়া রামনাথ পাড়া শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার, দুই দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বাল্য ভোগ নিবেদন, প্রাত:কালীন বাবার পূজা, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, ভক্তি সংগীতজ্ঞলী “লোকপিতা লোকনাথ”। সন্ধ্যায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয়। এতে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর শ্রী রূপন কান্তি চক্রবর্ত্তী, অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন বৈষ্ণব প্রবর পন্ডিত শ্রী রধীর দাশ।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ব্রাহ্মমুহুর্তে তারকব্রহ্ম মহানামজ্ঞ ও অহোরাত্র শ্রীশ্রী নাম সংকীর্ত্তনের শুভারম্ভ হয়। এরপর শ্রীশ্রী বাবার ভোগ নিবেদন, অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ। রাতে কৃষ্ণ লীলা ও গৌরলীলা প্রদর্শিত হয়। মহানামযজ্ঞে শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনীয় দল।
এসময় মন্দির পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসে গ্রামীণ লোকজ মেলা। মেলায় খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।
পহেলা মার্চ, শনিবার, ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে সমাপ্ত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন।
মন্তব্য করুন