ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম বার্ষিকী: এক অনন্য আধ্যাত্মিক উৎসব

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০১:৪০ অপরাহ্ন
#

ঐতিহাসিক সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম আবির্ভাব উপলক্ষে রাউজানে তাঁর জন্মভূমিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বার্ষিকী মহোৎসব।

১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আয়োজিত এই শুভ মঙ্গলময় অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, নগরকীর্তন, গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন।

গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হলো মহামানব অলৌকিক সিদ্ধি পুরুষ সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম বার্ষিকী মহোৎসব। হাজারো ভক্তের উপস্থিতিতে এবারের উৎসব উৎসাহ-উদ্দীপনা ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

বিশেষ পূজা, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনার পাশাপাশি অন্নপ্রসাদ বিতরণও ছিল উৎসবের অংশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ সাধকের চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় বক্তারা সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর জীবন ও দর্শনের ওপর আলোচ্য বিষয় তুলে ধরেন। তাঁর আধ্যাত্মিক জীবন ও মানবকল্যাণে অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর শিক্ষা ও আদর্শ আজও মানবজাতিকে আলোর পথ দেখিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এভাবে প্রতি বছর ধুমধাম ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে এই মহোৎসব, যা আগামী বছর বিশেষ আয়োজনের মাধ্যমে ৪০০তম বর্ষে পদার্পণ করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video