ঢাকা , রবিবার, ২০২৪ Jun ১৬, ২ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পুর্নিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ২৩, ০৪:২৮ অপরাহ্ন
#

পবিত্র বুদ্ধ পুর্নিমা উপলক্ষে পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পুর্নিমা উদযাপন করা হয়েছে ।বুধবার বুদ্ধ পুজা, লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী পুজা, ধর্মদেশনা, সংঘদান, ধর্মসভা ও সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ বর্ষ।

জগতের সব প্রাণীর সুখ-শান্তি কামনা, বিশ্বের যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করা ও মানবের দুঃখ মুক্তি কামনায় সমবে প্রার্থনা করছেন ধর্মপ্রান উপাসক উপাসিকারা ।।

এউপলক্ষে এক আলোচনা সভা শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক কমল বড়ূয়া

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, সংগঠক রাজু বড়ুয়া ।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীন সমাজ সেবক সলিল বড়ুয়া, মিহির কান্তি বড়য়া, কুনাল বড়ুয়া, বিজয় বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের মহিলা সম্পাদিকা এলভি বড়ুয়া ।

সংগঠক পুলক বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর প্রমুখ । পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ সেবক দুলাল বড়ুয়া সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় প্রদিপ প্রজ্ঝলন করা হয় ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video