ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ০৬, ২৩ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পাঁচদিনব্যাপী বাসন্তী পূজার সমাপ্তি

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ০৫, ০১:০৭ অপরাহ্ন
#

রাউজান উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরায় অবস্থিত সার্বজনীন দশভূজা দুর্গামন্দিরে পাঁচদিনব্যাপী বাসন্তী পূজার উদ্বোধন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।

৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই পূজা ও উৎসবের মধ্যে অন্যতম দিন ছিল শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫। এদিন সকাল থেকেই ভক্তরা পূজা ও ফুল নিয়ে মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করেন। মন্দির প্রাঙ্গণটি এক মিলনমেলায় পরিণত হয়।

মন্দিরের পুরোহিত রিমন ভট্টাচার্যের পৌরহিত্যে বাসন্তী পূজায় অঞ্জলি প্রদান করেন পূজারীবৃন্দ। এতে প্রাচীনতম এই মন্দিরের প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন স্থানীয় জনগণ, ভক্তবৃন্দ এবং পরিচালনা পরিষদের সদস্য ও কর্মকর্তারা।

এ সময় বক্তব্য রাখেন সাবেক পুরোহিত দুলাল ভট্টাচার্য, পরিচালনা পরিষদের সভাপতি কাঞ্চন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন দাশ, সাবেক অর্থ সম্পাদক রতন মল্লিক, বর্তমান অর্থ সম্পাদক শিমূল মল্লিক এবং অজিত সিংহ।

এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মৃদুল পারিয়াল, প্রবাসী লিপটু সিংহ, বাবুল সিংহ, উত্তম ভট্টাচার্য, অসিম পারিয়াল, রনজিত বৈদ্য, প্রদীপ দে, দ্বিজ দে, বিপ্লব দাশ, দুলাল দাশ, চন্দন দাশ, সমীর দাশ, বাসু দাশ, শিমুল দাশ, বাদল দে, পঙ্কজ বিশ্বাস, বাবলা দে, মিলন বিশ্বাস, সাধন পারিয়াল, রানা দে, দীপন সিংহ ও প্রিয়া মল্লিক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video