রাউজানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ মহোদয়ের সঙ্গে রাউজান উপজেলার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।
তিনি উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগত পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভেজালমুক্ত, সঠিক ও ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রির আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংশিং মারমা, উপজেলা স্যানিটারি কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রনি পালিত, পৌর যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইছা আমিন, মোহাম্মদ নুরুচ্ছাফা, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আব্দুছ সালাম, মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মন্তব্য করুন