ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ১২:৫৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজানে বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মাঠের স্টলে স্টলে শোভা পেয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজের হাতে আঁকা জুলাই বিপ্লবের ঘটনার নানা চিত্র প্রদর্শনী। এসব স্টলে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ভিড় ছিল সারাদিন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম ও শান্তের নামে দেওয়া হয় এসব স্টলের নাম।

আজ বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক লক্ষ্মী রাণী বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার স্বজল চন্দ্র চন্দ। অতিথি ছিলেন কৃষি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক আবদুল মালেক, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, শহীদ নুরুল আলম স্মৃতি সংসদের সভাপতি আবদুল হামিদ, উপজেলা যুবদলের সহসভাপতি কাসেম রানা, মুহাম্মদ দিদারুল আলম, শহিদুল আলম, এস্কান্দর আলম। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দিন, দেবু প্রসাদ বড়ুয়া, কমল বড়ুয়া, এম এ ফয়েজ, জাফর ইকবাল।

শুরুতে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের উদ্যোগে করা শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম ও শান্তের নামে জুলাই বিপ্লবের হাতে আঁকা চিত্র প্রদর্শনী স্টল উদ্বোধন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video