ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাউজান আইনজীবী সমিতির কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১৯, ০২:১২ অপরাহ্ন
#

রাউজান আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি জৈষ্ঠ্য আইনজীবী এডভোকেট আলহাজ্ব নুর আহম্মেদ। সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব সৈয়দ গোলাম সরওয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান সহকারী সিনিয়র জর্জ আদালতের সিনিয়র সহকারী জর্জ এস. এম মোসলেহ উদ্দিন মিজান।

বক্তব্য রাখেন এডভোকেট সুজিত কুমার সরকার, এডভোকেট সমীর কান্তি ধর, এডভোকেট মোহাম্মদ হারুন রশীদ, এডভোকেট মিসবাহ উদ্দিন মারুফ চৌধুরী, এডভোকেট শাবলু কুমার দে, এডভোকেট লিটন আচার্য্য, এডভোকেট মো. সাফুল ইসলাম, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট বিটন চক্রবর্তী, এডভোকেট হামেদ হাসান, এডভোকেট সোহেল, এডভোকেট আবদুল জব্বার জনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জর্জ এস. এম মোসলেহ উদ্দিন মিজান বলেন, সিয়াম, সাধনা আর আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সুন্দর সমাজ বিনির্মানে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা আদালতের দারস্থ হন তারা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেটি মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে সমাজের অন্যায়, অসংগতি রোধ হয়ে সমাজ সত্যিকার অর্থেই সুন্দর হবে। পরে দোয়া মাহফিলে মুনাজাত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video