চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মেধাবী শিক্ষার্থী আরিয়ানের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখা।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সপ্তম শ্রেণিতে ভর্তি হতে পারছিল না প্রতিভাবান শিক্ষার্থী আরিয়ান। তার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী দিয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী শাখা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে আনুষ্ঠানিকভাবে আরিয়ানের হাতে আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী শাখার সভাপতি লায়ন শারমিন মনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দীন রোকন, সাধারণ সম্পাদক লোকমান, যুগ্ম সম্পাদক এমদাদ রুবেল, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন রিয়ান, গিয়াসউদ্দিন, আব্বাস, রাসেল, ফয়সাল, এবং জেসমিন আক্তার মায়া।
সংগঠনের সভাপতি লায়ন শারমিন মনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী শাখা মানবিক সেবা কার্যক্রমে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা মেধাবী শিক্ষার্থী আরিয়ানের পাশে দাঁড়িয়েছি। কর্ণফুলীতে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে আমরা অবিচল থাকব।”
মন্তব্য করুন