পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাঁশখালীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন। উপজেলার রামদাস মুন্সির হাট ও গুনাগরী বাজারে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের যৌথ অভিযানে ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য আদায় এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ২ চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। রমজান মাসকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন