গতকাল নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর সুধী সমাবেশ ও ইফতার মাহফিল পরিষদের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ সভাপতি, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার চিশতি আনোয়ার সাদাত।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সভাপতি মাকছুদুর রহমান, যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কুদরত-ই-ইলাহী।
এছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সহকারী সেক্রেটারি নাসির উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ট্রেজারার ডা. সৈয়দ আসিফুর রহমান, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক হারুন উর রশিদ, ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার ম্যানেজার সাইফুদ্দিন আহমেদ, এড. ইলিয়াছ, বিশিষ্ট ঠিকাদার আবু মুছা, ডা. আবু তৈয়ব, ডা. আবিদ, কাজী কুতুবউদ্দিন, মাস্টার আবু ইউসুফ, ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ, বেলাল উদ্দিন, নাজিম মাহমুদ, রবিউল ইসলাম, মাসুকুর রহমান, আরফাত উদ্দিন প্রমুখ।
উক্ত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে ৮শতাধিক লোক ইফতারে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন বলেন, “চন্দনাইশের সর্বস্তরের মানুষের জন্য বহুমুখী সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানবকল্যাণ পরিষদের উদ্যোগে একটি কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন।”
মন্তব্য করুন