খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর দাখিল মাদ্রাসা ও উম্মে ফাতেমা (রাঃ) নূরানী একাডেমী হেফজ্ ও এতিমখানার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও মোঃ মাহবুবুল আলম। এছাড়াও মাদ্রাসার পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদ্রাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মাদ্রাসার বিভিন্ন সংকট ও অপর্যাপ্ততার বিষয় উল্লেখ করেন। এসময় প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা মাদ্রাসার সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান শান্তিপুর বাজার পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য করুন