মহিউদ্দিন চৌধুরীর কবরে মহসিন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ ডিসেম্বর ১৫, ০১:৪৮ অপরাহ্ন
#
চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চশমা হিল কবরস্থানে এ শ্রদ্ধা জানানো হয়।
কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিচারণ করে মায়মুন উদ্দীন মামুন বলেন, পাকিস্তান আমলে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকায়, মুক্তিযুদ্ধের সময়ে দেশ শত্রু মুক্ত করার আন্দোলন করায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলের অস্তিত্ব ধরে রাখায় বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। তারপরও রাজনীতি ছাড়েননি তিনি। আঘাত পেয়েও ঘুরে দাঁড়িয়েছেন। এভাবেই দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। পেয়েছিলেন ‘চট্টলবীর’ উপাধি।
'তাইতো দল-মত নির্বিশেষে সবাই প্রয়াত এ নেতার প্রশংসাই করেছেন। মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। যখনই সাধারণ মানুষের অধিকার হরণ হয়েছে, তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছেন'।
এ সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর-রশীদ হৃদয়, তাফহিমুল ইসলাম সোহেল, আরিফুল ইসলাম,মীর রবি, তৌহিদুল হক কায়সার, সাফায়েত ফাহিম, আব্দুর রাকিব, ইমরান হুসেন ইমন, যুবরাজ দাশ, অভি রয়, এএইচ সৌরভ, আনিসুল ইসলাম, তাজবিদ, মাসুম, আনিসুল হক, হাসান ইমন, মোরর্শেদুল আলম রাহা প্রমুখ।
মন্তব্য করুন