ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

মসজিদ পুনঃনির্মাণে শাহজাদা সহিদুল হক সভাপতি, সাইফুদ্দীন সাধারণ সম্পাদক

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০১:৩৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ উপলক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার (১১ এপ্রিল) মাইজভাণ্ডার দরবার শরীফের সকল আওলাদে পাক, মসজিদের মোতাওয়াল্লী পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভাণ্ডার সংলগ্ন ১০ সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহজাদা সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীকে সভাপতি ও শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে সাধারণ সম্পাদক করে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় শাহী মসজিদের পুনঃনির্মাণ কাজ শীঘ্রই শুরু করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন: শাহজাদা সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহারিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ ফরহাদ আহমেদ, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী,
শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমউদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ শাহদাত উদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল করিম, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ ওমর ফারুক, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম খান, শাহজাদা সৈয়দ নওয়াছির বশর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ আবতাহি সাফওয়ান মাইজভাণ্ডারী, সৈয়দ আজমাইনুর রহমান মাইজভাণ্ডারী, মোতাওয়াল্লী সৈয়দ মোঃ সৈয়দুল আলম শাহজাহান মাইজভাণ্ডারী, যুগ্ম মোতাওয়াল্লী সৈয়দ মোঃ নাছিরুল আলম, সৈয়দ তালেবুল মওলা, মোহাম্মদ বাবুল গনি, খতিব সৈয়দ বশিরুল আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video