এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশে ইয়াবা, মাদক বেড়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাযে মুসল্লি থাকে না। জুমাবারে কিছু মানুষ প্রথম কাতার দখল করে নেয়। নবী করিম (দ.)'র আদেশ পালন করে সালাত কায়েম করলে ইহকাল ও পরকালের মুক্তি মিলবে। মসজিদের অর্থদাতা সৌদি নাগরিক ছালেহ সায়েদ বেলাল বলেছেন, মসজিদের মাধ্যমে যেন সমাজে বিভক্তি ও ফ্যাসাদ সৃষ্টি না হয়, কেয়ামত পর্যন্ত যেন মসজিদটি জারি রেখে এলাকার মানুষ নিয়মিত নামাজ আদায় করে তার পিতা-মাতার জন্য দোয়া করেন। তিনি এবং তার পিতা মসজিদ তৈরির মাধ্যমে ধর্মীয় কাজ করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান।
গত ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা নূরে মদিনা জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান খতিম মাওলানা সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, উদ্বোধক ছিলেন মসজিদের অর্থদাতা সৌদি নাগরিক ছালেহ সায়েদ বেলাল, প্রধান বক্তা ছিলেন লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ডা. মাওলানা মো. মঈন উদ্দীন আলকাদেরী, স্বাগত বক্তব্য রাখেন সৌদি প্রবাসী কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, কেন্দ্রীয় সদস্য ও জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট শাহাদৎ হোসেন, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম, পৌর এলডিপি’র সভাপতি আইনুল কবির, মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, মোজাফফর আহমদ, জাফর আহমদ, কবির আহমদ, এলডিপি নেতা মো. মহিউদ্দীন, মহসিন চৌধুরী, সালাউদ্দীন জমির উদ্দীন, শাহাদৎ হোসেন মুন্না, মো. টিপু প্রমুখ।
মন্তব্য করুন