ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

মরহুম জহুরুল হক চৌধুরীর নামে ধুরুং-দৌলতপুর সড়কটির নামকরণ করেছেন এ,কে জাহেদ চৌধুরী


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ২৮, ০৯:০১ অপরাহ্ন
#

২৮ মে রোজ মঙ্গলবার বিকালে লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট  ( এলজিসিআরআরপি) নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে ধুরুং-দৌলতপুর সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ,কে জাহেদ চৌধুরী, এই সময় তিনি বলেন এ,বি,সি পানারখিল রিং রোড এটা  ত্রিশ বছরের একটা  সমস্যা এই এলাকার জনগণের এটা জীবন মরণ সমস্যা আমি মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছি ২০২৩ সালের চৌঠা মে আমি দায়িত্ব নেওয়া পরথেকে আমি এই এলাকার মানুষের দুর্ভোগ যেটা আমি দেখেছি প্রত্যক্ষ করেছি সে দুর্ভোগের কথা চিন্তা করেএই প্রথম আমার কাজ আমি হাতে নিয়েছি এই কাজটা যাতে করে যেহেতু আমি এই ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের মানুষ আমাকে এই ওয়ার্ড সহ নাজিরহাটের নয়টি ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে।

আমি মনে করেছি এটা একটা মানুষের জীবন মরণ সমস্যা গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হতো অসুস্থ রোগীরা যেতে অনেক কষ্ট হতো যদিও পায়ে হেটে যাওয়া ও খুবই দূরহ ব্যাপার ছিল এই রাস্তা যেকারণে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি এই রাস্তাটা করেছি,আপনারা জানেন একটা রাস্তা  মন্ত্রণালয় থেকে পাস করে আনতে একটা প্রজেক্ট পাস করে আনতে হলে এক থেকে দেড় বছর সময় যায় আমি এক বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে পাস নিয়ে এসেছি,তিনি আরো বলেন উত্তর চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ির মানুষ যে জায়গা থেকে সেবা পাচ্ছে চিকিৎসার সেবা পাচ্ছে নাজিরহাট হাসপাতাল যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন মরহুম জহুরুল হক চৌধুরী,আজকে আমাদের নাজিরহাট পৌরসভার আজকে মাসিক সভা ছিল সেই মাসিক সাভায় একটা রেজুলেশন পাস করেছি এবং মরহুম জরুল হক চৌধুরীর নামে আজকে আমাদের নাজিরহাট পৌরসভার আজকে  মাসিক সভা ছিল সেই মাসিক সাভায় একটা রেজুলেশন পাস করেছি এবং মরহুম জরুল হক চৌধুরীর নামে এই রাস্তাটা নামকরণ করেছি। এখানে যারা মুরুব্বিরা আছেন আপনার জানেন ফটিকছড়িতে তার অনেক অবদান রয়েছে।এই সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিল মোস্তফা কামাল, প্রকৌশলী রাজিব বাবু,সমাজ সেবক ওহাব কোম্পানি, খোরশেদ, মাজিদ,নেতা মোরশেদ, সাবেক কাউন্সিল মহিন উদ্দিন মহিনু,নেতা পারভেজ চৌধুরী, ইকবাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video