ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

মন্দিরের জমি দখলের অভিযোগে ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মামলা

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০১:০৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেড়শ বছরের পুরনো একটি মন্দিরের বিশাল পুকুরটি জোরপূর্বক দখলের অভিযোগ ওঠেছে। উপজেলার সদর ইউনিয়নে শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও রাধা মাধব মন্দিরটি প্রায় দেড়শ বছরের পুরনো একটি মন্দির। মন্দিরের এ সম্পত্তি দখলে উপেক্ষা করা হয়েছে আদালতের নিষেধাজ্ঞা। মূল্যবান ও গুরুত্বপূর্ণ এ সম্পত্তি দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র।

খোঁজ নিয়ে জানা গেছে, দেড়শ বছরের পুরনো শ্রী শ্রী লক্ষী নারায়ণ ও রাধা মাধব মন্দিরটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মন্ত্রালয়ের তালিকা নং চট্ট/৭২৫। মন্দিরের এই সম্পত্তি দেবোত্তর সম্পত্তি বলে জানা যায়। ভূমিদস্যু চক্র ৫ আগস্ট পর নানাভাবে বিশাল এই সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এর মধ্যে মন্দির কর্তৃপক্ষকে সমঝোতা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনও সুযোগ নেই বলে জানান মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মন্দিরের এই জায়গার মন্দির কর্তৃপক্ষ মন্দিরের নামে জায়গার খাজনা দিয়ে আসছে। অতীতে এই ভূমি দস্যু চক্র জায়গা দখল নিতে চাইলে আদালতে একাধিক মামলা রুজু হয়। এর মধ্যে ২০২৫ সালে পটিয়া কোর্টে একটি মামলা হয়। যার মামলা নং ১১। এছাড়া ২০০৫ সালে পটিয়া কোর্টে আরেকটি মামলা করে মন্দির কর্তৃপক্ষ। যেটির রায় পান মন্দির কর্তৃপক্ষ। এর মধ্যে মন্দিরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই জায়গার ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।

এদিকে গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে মন্দিরের শত বছরের পুরনো এই পুকুরটি বালু ভরাট শুরু করে ভূমিদস্যু চক্রটি। মন্দিরের পক্ষ থেকে দেবাশিষ চক্রবর্তী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে মো: ইলিয়াছ খান বাবলা নামের একজনকে বিবাদী করা হয়। বিবাদী মো: ইলিয়াছ খান বাবলা (৫৪) চাতুরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নেজাম খানের পুত্র। এই ঘটনায় আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত অভিযুক্ত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, আনোয়ারা সদর মৌজার আর এস খতিয়ান নং- ২৩৪১ এর আরএস দাগ নং: ৫২৪-এ শ্রী শ্রী লক্ষী নারায়ন ও রাধা মাধব মন্দিরের নামীয় সম্পত্তি। উক্ত সম্পত্তি শ্রী শ্রী লক্ষী নারায়ন ও রাধা মাধব মন্দিরের যাবতীয় কর্মকাণ্ডে ব্যবহার হয়ে আসছে। শ্রী শ্রী লক্ষী নারায়ন ও রাধা মাধব মন্দিরের একজন সেবায়েত। বিবাদী মো: ইলিয়াছ খান বাবলা সহ অন্যান্যদের বিজ্ঞ আনোয়ারা সহকারী জজ আদালত, পটিয়া, চট্টগ্রাম বরাবরে অপর মামলা নং-১১/২০২৫ ইং চলমান আছে। মামলা চলমান অবস্থায় বিরোধপূর্ণ ভূমিতে কথিত মালিকানার সূত্রে স্বত্ব থাকার কথা বলে দেড়শ বছরের পুরনো মন্দিরের শত বছরের পুকুরটি ভরাট করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি ট্রাকের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে উভয়মুখী ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কোন সময় এটি ধর্মীয় সংঘর্ষ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

মন্দিরের সেবক ও অভিযোগকারী দেবাশিষ চক্রবর্তী বলেন, জোরপূর্বক মন্দিরের জায়গা দখল করে নিচ্ছে একটি ভূমিদস্যু চক্র। আমরা খুব অসহায় হয়ে আছি। কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তদের সতর্কীকরণ নোটিশ পাঠিয়েছি এবং বাদীকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video