ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রাইস মিলকে জরিমানা

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৭, ০৫:৫২ অপরাহ্ন
#

চট্টগ্রামের চন্দনাইশে পণ্যে পাটজাত ব্যবহার না করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ও বাগিচাহাট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা। এসময় তিনি জানান, পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে অভিযান পরিচালনা করে বাগিচাহাট এলাকার আল মদিনা অটো রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা ও আল্লাহর দান অটো রাইস মিলের মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video