বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভুজপুর থানা শাখা কর্তৃক আয়োজিত ৯ম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ ভুজপুর সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী হরি দুর্গা কালী মন্দির প্রাঙ্গণে পন্ডিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার শীলের সঞ্চালনায় পবিত্র গীতা পাঠ ও পরিষদের সফল সাবেক সভাপতি স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা বাবুল দে এর শোক প্রকাশ ও পূজা পরিষদের সাবেক সভাপতি ও উক্ত সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট তরুণ কিশোর দেব এবং রনজিত কুমার পাল এর উপস্থিতিতে প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্মসম্পাদক শ্রী বিশ্বজিৎ পালিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরি, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লক্ষী বিন্দু ধর, বুলবুল কান্তি দে, সভাপতি শ্রীশ্রী শ্মশান কালী মঠ শিমুল ধর, সভাপতি জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ফটিকছড়ি, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথ।
অর্থ সম্পাদক জয়পদ চন্দ, সাংগঠনিক সম্পাদক রুপন কান্তি ভৌমিক। ২য় অধিবেশনে নির্বাচন কমিশন ও জেলা কমিটির মাধ্যমে পরিষদের একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মিহির কুমার দে, সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, অর্থ সম্পাদক সুজন দে, সাংগঠনিক সম্পাদক সুমন কিশোর নাথ।
শিমুল ধর, কেশব কুমার দে, বাবলা কুমার দে, তপন কর্মকার, যুগ্ম সম্পাদক এডভোকেট জনি দে, মাস্টার সন্তোষ কুমার শীল, দপ্তর সম্পাদক প্রকাশ কান্তি আচায্য, টিটু মহাজন, প্রভাষক বটন দে, মৃদুল কর্মকার, প্রভাষক রুপন দাশ, প্রবির দে, মিলন সাহা, কাজল শীল, ডাঃ বিকাশ শীল, সহ প্রচার তুষার দাশ, জিসু দে, সমীর দে, বাবুল দে, বাবুল চৌধুরী, বিকাশ শীল, লিটন দে, রুবেল ধর, মিল্টন দে সহ থানা কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন