ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকায় ইউএনওর প্রশংসা

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ১২:১৯ অপরাহ্ন
#

ফ্যাসিস্ট বিরোধী রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও কামরুল হাসানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শাহ আমানত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অনিরুদ্ধ অপুর নেতৃত্বে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং ফ্যাসিস্ট সাংবাদিকদের বয়কটের মাধ্যমে ৫ আগস্টের পরবর্তী দিকনির্দেশনামূলক অনুলিপি প্রদান করে কৌশলগত বিনিময় করা হয়।

নবাগত ইউএনও মো. কামরুল হাসান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। রাঙ্গুনিয়াকে সুন্দরভাবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সত্য ঘটনা পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন। দেশ ও জাতি গঠনে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপদেষ্টা প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, সহ-সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক রাহাত মামুন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস, দপ্তর সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন। কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন, মুজিবুল্লাহ আহাদ, মো. নাজিম উদ্দীন, মোহাম্মদ ইউছুপ, সেকান্দর হোসেন শান্ত, মোরশেদুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত, মীর জুলহাজ, দিদারুল আলম, মঈন উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video