সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, আওয়ামী লীগের পক্ষে মুক্তিযোদ্ধা এডভোকেট ফকরুদ্দীন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মায়মুনুর রশিদ, ডাক্তার নুরুদ্দিন রাশেদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান। এছাড়া উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময়ে বক্তারা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ তুলে ধরেন।
মন্তব্য করুন