ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৬ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর সহযোগিতায় নূর হোসেনের পরিবারকে ঘর উপহার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৭, ০১:৩৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড বগাবিলী এলাকার বিএনপি'র নিবেদিত কর্মী প্রয়াত নূর হোসেন কারিগরের পরিবারকে বিএনপি'র স্থায়ী কমিটির নির্বাহী সদস্য হুম্মাম কাদের চৌধুরী'র সহযোগিতায় ঘর নির্মাণ করে উপহার দিচ্ছে আল মানাহিল ফাউন্ডেশন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত নূর হোসেনের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হুম্মাম কাদের চৌধুরী'র একান্ত সচিব মিনহাজুল ইসলাম শিবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কাজী রকিবুল হাসান মাসুদ, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন প্রমুখ।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী বলেন, রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকার বাসিন্দা নূর হোসেন কারিগর ছিলেন বিএনপি'র একজন নিবেদিত কর্মী। তিনি এমন কর্মী ছিলেন যে, তার সামনে বিএনপি ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী'র কোনো প্রশংসা করলে সে ব্যক্তিকে নিজের পরিশ্রমের টাকা দিয়ে চা-খাওয়াতেন। পক্ষান্তরে তাকে খালি পকেটে ফিরতে হয়েছে এমন অনেক নজির রয়েছে। এছাড়া, তিনি বিএনপির প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকতেন এবং অন্যদেরকেও তার নিজ খরচে নিয়ে আসতেন। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, তার অনুপস্থিতিতে ঘরটি ঝরাজীর্ণ হয়ে পড়েছে। বিষয়টি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান বিএনপির স্থায়ী কমিটির নির্বাহী সদস্য হুম্মাম কাদের চৌধুরীর কাছে উপস্থাপন করলে তিনি তাৎক্ষণিক একটি ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video