ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০৬:৫৩ অপরাহ্ন
#
ছবির ক্যাপশন: বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া।

বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন নোয়াপাড়া  উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে বুধবার বেলা ৩ ঘটিকায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান দক্ষিণ শাখার সভাপতি অমল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম ও যুগ্ম সম্পাদক শেখর ঘোষ আপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি  ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রনজিৎ কুমার নাথ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন।

বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহম্মদ,বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (উত্তর) সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের, সাধারণ সম্পাদক জাকের হোসেন।

বক্তব্য রাখেন  শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল রাউজান (দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়া, শিক্ষক নেতা দীলিপ দাশ গুপ্ত, কবিতা আবৃত্তি করেন শিক্ষক জামাল শাহ, সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক জহির উদ্দীন, রুম্পি চৌধুরী, শতাব্দী বড়ুয়া, সুমন বড়ুয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video