ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ১২:৫৪ অপরাহ্ন
#

আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মতাদর্শে পরিচালিত ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় কমিটি নতুন এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে রাঙ্গুনিয়ার তিন তরুণ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। রবিউল মোস্তফা রাফি সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদীন সহ-সভাপতি এবং জমির উদ্দিন সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, রবিউল মোস্তফা রাফি বর্তমানে রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম ছাত্রসেনার সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন উত্তর ছাত্রসেনার সভাপতি এবং জমির উদ্দিন সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার নতুন সভাপতি হিসেবে মুহাম্মদ মোশারফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ফারুক হোসাইনকে নির্বাচিত করেছেন কেন্দ্রীয় কমিটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video