ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে হযরত ডলমপীর শাহ (রহ:) এর ওরশ শরীফ ও ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০৩:২৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীতে হযরত ডলমপীর শাহ (রহ:) এর ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ওরশ শরীফ ও ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলা কালীপুর ইউপির পূর্ব গুনাগরী ১ নম্বর ওয়ার্ডস্থ আহমদিয়া ডলমপীর শাহ (রহ:) সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা নুরুল আবছার জালালীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ডলমপীর শাহ (রহ:) ওরশ পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশখালী ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল মোস্তফা চৌধুরী মিজান।

উদ্বোধক ছিলেন কোকদন্ডী শাহ বারিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার মাওলানা নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া কাদেরিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন আযহারী। বিশেষ বক্তা ছিলেন আহমদিয়া ডলমপীর শাহ (রহ:) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব ফারুকী, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী মোহাম্মদ বদিউল আলম।

হাফেজ মুহাম্মদ মফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে এলাকার শত শত মুসল্লী উপস্থিত ছিলেন এবং হযরত ডলমপীর শাহ (রহ:) ওরশ কমিটির সাধারণ সম্পাদক মো. আলী আজম চৌধুরী, অর্থ সম্পাদক মুবিনুল হক, প্রচার সম্পাদক মো. জাফরুল ইসলাম, সদস্য মো. হাশেম, মো. কাশেম, মো. নবী হোসেন, মো. মাইন উদ্দীন, মো. সেকান্দার, বশির আহম, মো. ফারুক, মো. করিম প্রমুখসহ কমিটির সকল সদস্য ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video