ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সিএনজি সংঘর্ষে চালকসহ আহত ৮, ২ জনের অবস্থা গুরুতর

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০১, ০১:১৬ অপরাহ্ন
#

বাঁশখালীতে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে,এতে চালকসহ অন্তত ৮জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ২টি দুমড়ে মুচড়ে গেছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। একইদিনে বাণীগ্রাম এলাকায়ও একটি সিএনজি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

বৈলছড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে সিএনজি চালকসহ আটজন আহত হয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার দক্ষিণ দিক থেকে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা ও উত্তর দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে সিএনজি চালকসহ অন্তত ৮জন লোক আহত হয়। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোঃ শহীদুল ইসলাম, সৈয়দুল আলম, আফনান, কামাল উদ্দিনসহ বেশ কয়েকজন যাত্রী ও স্থানীয় লোকজন জানান, কম বয়সী ও অদক্ষ চালক বেড়ে যাওয়াতে চট্টগ্রামের আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, অনিরাপদ হয়ে উঠেছে বাঁশখালী সড়ক। নেই প্রশাসনের নজরদারিও। তারা আরো বলেন, এসড়কে বেশিরভাগ সিএনজি চালকরা কম বয়সী ও অদক্ষ, তারা সড়কের কোন ধরনের নিয়ম কানুন না বুঝে প্রতিযোগিতা মূলক গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় তাদের মোবাইল ব্যবহার, অসতর্কতা,ওভারটেকিং করার কারণেই প্রতিনিয়তই এসব দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে সচেতন মহল। এক সপ্তাহের মধ্যে অন্তত ৫টি মোটরসাইকেল এক্সিডেন্ট ও ৮টি সিএনজি চালিত অটোরিক্সা মুখামুখি সংঘর্ষের ঘটনা সংঘটিত হওয়ার পর এই অভিযোগ করেন যাত্রীরা।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, দুর্ঘটনা কবলিত ২টি সিএনজি আটক করা হয়েছে। আহতরা হয়তো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে এখনো পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায়নি বলে জানান তিনি।

এছাড়াও এই সড়ক দিয়ে প্রতিরাতে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে লবণবাহী ট্রাক যাতায়াত করাতে লবণের পানিতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণেও এসড়কে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনা বেড়ে চলছে বলে অভিযোগ রয়েছে। আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ (পিএবি সড়কে) লবণবাহী ট্রাক চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video