ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে শ্রমিক লীগ সভাপতি অলি আহমেদ গ্রেফতার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ০৪:৩০ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি অলি আহমেদ (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অলি আহমেদ ওই এলাকার মৃত সৈয়দ আহমেদের পুত্র। শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এস আই আকবর এর নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে চন্দ্রপুর এলাকা থেকে আসামী অলি আহমেদকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এস আই আকবর।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত অলি আহমেদ একজন ওয়ারেন্ট আসামী, তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতার আসামী অলি আহমেদ উপজেলার পুকুরিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্বে থাকার সুবাদে আওয়ামী সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন যাবৎ ত্রাস সৃষ্টি করে আসছিল, এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকার কথাও স্থানীয় সুত্রে জানা গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video