চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে মামলায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে গুনাগরী খাসমহল বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পুকুরিয়া চাঁদপুর বাজারে অভিযান পরিচালনা করে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আলাদা আলাদা এই দুই অভিযানে ১৭টি মামলায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সর্বমোট ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, কালীপুরের গুনাগরী বাজারে মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৯ মামলায় ৮৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে সর্বমোট ১০টি মামলায় ৮৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। সংকীর্ণ সড়কে অযথা বাস থামিয়ে যানজট সৃষ্টি না করার জন্য কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে ডেকে ট্রাফিকিং সহায়তার জন্য একজন লোক নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিংসহ প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন