ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিএনপির উদ্যোগে দোয়া ও গণ ইফতার মাহফিল সম্পন্ন

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১৭, ০১:০২ অপরাহ্ন
#

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও গণ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে বাঁশখালী গার্লস কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বৈলছড়ি ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল আলিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাঈদ, বিএনপি নেতা নুরুল আজিম, মঈনুল হক পলাশ, মুফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল্লাহ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহিব্বুর রহমান, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা আমির হোসেন কোম্পানি, সাবেক মেম্বার ইবরাহীম, যুবদল নেতা বখতেয়ার উদ্দিন, ফরহাদুল ইসলাম, জমির উদ্দীন, সাবেক ছাত্রনেতা দিদার, শোয়াইবুল ইসলাম কায়েস, মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, এমএস পারভেজ, ইসলামুল হক পারভেজ, আতিকুর রহমান সুমন প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video