পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ সহযোগিতায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিনের নেতৃত্বাধীন এই অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার প্রেম বাজারে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে উক্ত দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করতে এবং ভোক্তাদেরকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে অতিরিক্ত মূল্য আদায় না করতে ও কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত সতর্ক করার পরেও কোনো অসাধু ব্যবসায়ী যদি বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।
মন্তব্য করুন