ঢাকা , সোমবার, ২০২৪ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বনের গাছ কাটার অভিযোগ, ২শ পিচ কাটাগাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ২৩, ০৭:৪৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরিয়া চেয়ারম্যানের নেতৃত্বে বনের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে,সরকারি গাছ নয় নিজস্ব বাগানের গাছ কাটা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিনের নেতৃত্বে বন বিভাগ ও চা-বাগানের জায়গা থেকে লাখ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ২শ পিচ কাটা গাছ জব্দ করেছে পুলিশ ও বিট কর্তারা। জব্দকৃত কাটা গাছ গুলো স্থানীয় ইউপি সদস্য মুনিরুল মান্নানের জিম্মায় রাখা হয়।

২৩ এপ্রিল (মঙ্গলবার) সকালে বনের গাছ কেটে নেওয়ার গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর নির্দেশক্রমে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইন্সপেক্টর তপন কুমার বাকচী ও কালিপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য ও পুকুরিয়া বিট কর্মকর্তা আশরাফুল আলমসহ সাধনপুর বন কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ২শ পিচ কাটাগাছ জব্দ ক‌রা হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সরকারি কোন গাছ কাটিনাই। এগুলো আমার নিজস্ব বহু অর্থ ব্যয়ে আমার নিজের জায়গায় তৈরিকৃত বাগানে রোপনকৃত গাছ। আর এই গাছ গুলো ইউক্লিপিটার গাছ, যে গুলো পরিবেশের ক্ষতিকর বলেছে সরকার এবং ওইসব গাছ রোপণও নিষেধ করেছে। তাই সরকারি নির্দেশনা মোতাবেক পরিবেশের জন্যে ক্ষতিকর গাছ গুলো কেটে আমি উন্নত জাতের ও পরিবেশ বান্ধব গর্জন গাছ রোপণ করেছি। আর আমার বাগানের জায়গাটি বহু অর্থ ব্যয়ে চতুর্দিকে পাকা পিলার ও কাটা তার দিয়ে ঘেরাবেড়া দ্বারা বেষ্টনী দেওয়া আছে। সরকারি গাছ নয় এমনকি আমার বাগানের জায়গাটি আমার নিজস্ব জায়গাতে আমি বাগান করেছি। কিন্তু স্থানীয় কুচক্রী মহল আমার সম্মান হানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মুলক অভিযোগ করে বেড়াচ্ছে বলেও জানান তিনি।

পুকুরিয়া বন বিট কর্মকর্তা আশরাফুল আলম ব‌লেন, সরকারি জায়গার গাছ কাটতে বন বিভাগের অনুমতি বা অনাপত্তিপত্র নিতে হবে। বন বিভাগ কর্তৃক মূল‌্য নির্ধারণ ক‌রে নি‌তে হ‌বে। এসব নিয়ম কানুন না মান‌লে সে‌টি অবৈধ হিসেবে গণ্য হ‌বে। আর পাহাড়ের গাছ কাটার বিষয়ে বন বিভাগের কা‌ছে কেউ অনুম‌তি বা অনাপ‌ত্তিপত্র নেয়নি। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২০০ টুকরো গাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাটা গাছ গুলো স্থানীয় ইউপি সদস্য মুনিরুল মান্নানের জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video