চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে দুই আসামিকে আটক করেছে পুলিশ। ধৃত আসামি আনোয়ার কবিরের স্বীকারোক্তি মতে আনুমানিক ৭৫ হাজার টাকার মূল্যের ১০টি চোরাই অ্যাঙ্গেল উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃত আসামিরা হলো- উপজেলার দক্ষিণ জলদি রঙ্গিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জাকের আহমদের পুত্র আব্দুস শুক্কুর (৩৬), যিনি নাশকতা মামলার আসামি। অপরজন খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা চৌধুরীঘাট এলাকার মো. ইসমাইলের পুত্র মো. আনোয়ার কবির (১৯)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই মো. মোরাদ হোসেন ও এসআই গোলাম সরওয়ারসহ সঙ্গীয় ফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করে পৌরসভা এলাকা থেকে নাশকতা মামলার আসামি আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করে।
একই দিনে বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. মজনু মিয়া সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে রায়ছটা চৌধুরীঘাট এলাকা থেকে আসামি আনোয়ার কবিরকে আটক করে। ধৃত আসামি আনোয়ার কবিরের স্বীকারোক্তি মতে রায়ছটা চৌধুরীঘাট লোহার ব্রিজের চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যক্ত অ্যাঙ্গেল (চোরাইকৃত ১০টি লোহার অ্যাঙ্গেল, যার ওজন অন্তত ১৪শ কেজি ও আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা) পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত ধৃত আসামি ও চুরির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশের পৃথক অভিযানে দুই আসামিকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন