চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মো. ইদ্রিস (৩০), বাহারচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম ফয়েজের ছেলে মো. মমতাজ উদ্দিন (৩৫) এবং শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জালিয়াখালী শাপলাপাড়ার রফিক আহমদের ছেলে মো. জমির হোসেন (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাঁশখালী থানার এসআই শাখাওয়াত হোসেন ও এসআই মোরাদ হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন