অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ বাঁশখালীতে ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত নেজাম উদ্দিনের পুত্র তায়েফুল ইসলাম, বাহারচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাপাছড়ি এলাকার আবুল কালামের পুত্র মোঃ লোকমান, একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ আবুল কালাম এবং বৈলছড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আহমুদুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম।
এছাড়া, নিয়মিত মামলার গ্রেফতারকৃত দুই আসামি হলেন—কালীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পালেগ্রাম এলাকার নুর আহমদের পুত্র মোঃ শহীদুল ইসলাম (২১) এবং পূর্ব কাথরিয়ার ৯ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল মতলবের পুত্র জয়নাল আবেদীন (৪০)।
বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, "ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ গ্রেফতার ৬ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন