ঢাকা , রবিবার, ২০২৪ মে ১৯, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পাহাড়ি ছরায় পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী,চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০১:২৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকায় দুপুরে বাবাকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে পাহাড়ি ছরায় জলাশয়ে ডুবে শামিমা সুলতানা ( ১২) নামে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে উপজেলার বৈলছড়ী  ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়ি এলাকায়  এই ঘটনা ঘটে।

জানা যায়, পাহাড়ি এলাকায় প্রতিদিনের ন্যায় কাজ করতে যায় বৈলছড়ী ইউপির ৩ নং ওয়ার্ডের দিনমজুর দেলোয়ার হোসেন। এতে ওই দিনমজুর দেলোয়ার হোসেনের দুপুরে ভাত নিয়ে যায় মেয়ে শামিমা সুলতানা( ১২)। বাবাকে ভাত দিয়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি এলাকায় চাষের জন্যে পাহাড়ি ছরায় বাঁধ দিয়ে জমাট করে পানিতে পড়ে শামিমা সুলতানা নামে ওই শিশুটি মারা যায়।নিহত শামিমা বৈলছড়ীর দারুল হুদা বালক- বালিকা মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

স্থানীয় দিদার ও নিহতের পরিবার  সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শামিমা সুলতানা তার দিনমজুর বাবা দেলোয়ার হোসেনের জন্যে পাহাড়ি এলাকায় ভাত নিয়ে যায়, বাবাকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে চাষের জন্যে পাহাড়ি ছরায় বাঁধ দিয়ে জমাট করে রাখা জলাশয়ে পড়ে মৃত্যু বরণ করেছে শামিমা।

এতে পরিবারে চলছে শোকের মাতাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video