সরকারি অফিস এবং ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন করতে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বাঁশখালীতে সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর হাতে এই স্মারকলিপি তুলে দেন সাধারণ ছাত্র-জনতা। স্মারকলিপিতে বলা হয়, সেবার উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ইউনিয়ন পরিষদ, নির্বাচন অফিস, ভূমি অফিস, কৃষি অফিস, বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরকে দুর্নীতি, অনিয়ম ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে।
দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল— ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমে যথাযথ সময়সূচি নির্ধারণ, জন্ম নিবন্ধন, পারিবারিক সনদ, প্রত্যয়ন, মৃত্যু সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেটের সরকারি ফি নির্ধারণ, নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এবং ভূমি অফিসের অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ।
পাশাপাশি নির্বাচন অফিস ও বিদ্যুৎ অফিসের সেবার মান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন সেবা প্রদান, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে জনগণকে হয়রানি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় হস্তক্ষেপ কামনা করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম স্মারকলিপি প্রদানকালে উপস্থিত সাধারণ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, "জনগণের সেবার মান উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাসিক সমন্বয় সভায় চেয়ারম্যান, মেম্বার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।"
এ সময় ছাত্র নেতারা বলেন, বাঁশখালীর প্রতিটি সরকারি অফিস ও ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত ফি জনসমক্ষে টাঙিয়ে দিতে হবে, যাতে জনগণ সঠিক সময়ে এবং নির্ধারিত মূল্যে সেবা পেতে পারেন।
উক্ত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র-জনতা বাঁশখালীর আহ্বায়ক এ.কে.আর তালেব, সদস্য সচিব এইচ এম আব্বাস খান, সিনিয়র সদস্য এইচ এম মাহমুদুল হাসান ত্বকি, ছাত্র নেতা তৌহিদ, আবু তৈয়ব, আব্দুল্লাহ আল ফারুক, মোরশেদ, শোয়েব, মো. কাজিম, খোরশেদসহ আরও অনেকে।
মন্তব্য করুন