বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার এবং একই দিনে পৃথক অভিযান পরিচালনা করে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও এক আসামীকে আটক করেছে পুলিশ।
দুই বছরের সাজা পাওয়া গ্রেফতার আসামী হলেন উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র মো. রমিজ।
একই দিনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রীজের দক্ষিণে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর থেকে থানা পুলিশ এসআই মো. জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম হ্নীলা গ্রামের কম্বনিয়া পাড়ার রহমত উল্লাহর পুত্র মাহবুবুর রহমান প্রঃ সোনা মিয়া (৫১)কে আটক করেন। এসময় আটক আসামীর হেফাজত থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) সকালে গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এএসআই আজিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে কাথরিয়ার অলিশাহ মাজারের সামনে থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. রমিজকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ইয়াবাসহ আটককৃত আসামী মাহবুবুর রহমান প্রঃ সোনা মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করে তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন