চট্টগ্রামের বাঁশখালীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে তারুণ্য উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব মঙ্গলবার (৮ জানুয়ারি) কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদশাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহাজাহান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাথরিয়া ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা মো. আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার নুরুল কবির, সেক্রেটারি মাওলানা মো. ইদ্রিস, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজগর হোসাইন, মাওলানা হেফাজ উদ্দিন, কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট মিজানুর রহমান।
উপজেলা প্রশাসনের প্রতিনিধি মো. হামিদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু এবং সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইনসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারুণ্যের পক্ষে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম জায়েদ। তিনি বলেন, "আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের বিকল্প নেই। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের নেতৃত্বে দেশজুড়ে তরুণদের মতামত যাচাইয়ের লক্ষ্যে তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "সুশাসন নিশ্চিত করা, মেধা ও দক্ষতার মূল্যায়ন, দুর্নীতি দূরীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিটি ইউনিয়নে কর্মশালা আয়োজনের দাবি জানাই।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ড. মো. ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সংস্কার ও উন্নয়নে কাজ করছে। দীর্ঘদিনের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
মন্তব্য করুন